Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ মে ২০১৭

সুনামগঞ্জে কৃষি প্রযুক্তি মেলা ২০১৭ অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2017-05-21

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুনামগঞ্জ ও জেলা প্রশাসনের উদ্যোগে সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় গত ২০/০৫/২০১৭ খ্রি: সুনামগঞ্জ নগরীর সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি প্রযুক্তি মেলা ২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, মাননীয় সংসদ সদস্য, সুনামগঞ্জ-৪ আসন। সভাপতিত্ব করেন জনাব শেখ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক, সুনামগঞ্জ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, দেশের আবাদি জমির পাশাপাশি অনাবাদি জমি চাষে উদ্যেগী করতে সরকার কৃষকদের মধ্যে সার, বীজ, কৃষিযন্ত্রপাতি বিনামূল্যে বিতরণ করে যাচ্ছেন। সুনামগঞ্জ জেলার প্রত্যেক জমি চাষের আওতায় আনতে হলে আধুনিক কৃষিপ্রযুক্তি উপর নির্ভর করেই তা একমাত্র সম্ভব বলে তিনি অভিপ্রায় ব্যক্ত করেন।

কৃষি প্রযুক্তি মেলার সার্বিক দায়িত্বে ছিলেন কৃষিবিদ জনাব মো. জাহেদুল হক, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুনামগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাব কে এম বদরুল হক, উপজেলা কৃষি অফিসার, ছাতক, সুনামগঞ্জ সহ প্রমূখ। কৃষি প্রযুক্তি মেলা ২০ মে থেকে ২৩ মে পর্যন্ত মোট চারদিন ব্যাপী অনুষ্ঠিত হয়। উদ্বোধনী দিনে মেলার শুরুতে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ  স্থান পরিদর্শন করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এ মেলায় সরকারি বেসরকারি প্রায় অর্ধ শতাধিক স্টল অংশ গ্রহন করে।